ছাতক থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলার আসামী সহ গ্রে*ফতার ৪

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

ছাতক থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলার আসামী সহ গ্রে*ফতার ৪

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে রাজনৈতিক মামলায় একজন ও জিআর মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৩ জন সহ মোট ৪ জন আসামী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ছাতক থানার এসআই মোঃ সিকান্দার আলী, এসআই মোঃ রেজাউল করিম, এসআই রাহিম উদ্দিন, এসআই সঞ্জয়, এসআই কামাল আহমদ, এএসআই মোঃ তোহা, এএসআই মোঃ তোলা মিয়া, এএসআই সাইফুর রহমান, এএসআই মোঃ সোলায়মান, এএসআই রাসেল আহমদ, এএসআই রিপন, এএসআই আরিফুজ্জামান পৃথক অভিযান চালিয়ে ছাতক থানার মামলা নং-১৫(২)২৫ এর সন্দিগ্ধ আসামী মোঃ বাবলু আহমদ (২৪)কে গ্রেফতার করা হয়েছে। সে দোলারবাজার ইউনিয়নের বারগোপী-জটি গ্রামের মাসুক মিয়ার পুত্র। এদিকে জিআর ১৭৯/২৪ (ছাতক) মামলার আসামী বৈশা কান্দি-বাহাদুর পুর গ্রামের মোজফর আলীর পুত্র আসকর আলী (৩৬) ও একই গ্রামের মৃত আলা উদ্দনের পুত্র সিরাজ মিয়া (২৬)কে গ্রেফতার করা হয়। অপর দিকে জিআর-০৯/১৯ (দক্ষিন সুরমা থানা) মামলার আসামী ছাতকের সিংচাপইড় গ্রামের মৃত লছন আলীর পুত্র ওয়াহিদুল ইসলাম (২০)কে পুলিশ গ্রেফতার করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামীদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, সকল আসামীদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল