সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
নগরীর কালীঘাট ইনসাফ স্টোরের গোডাউনে ও মালবাহি গাড়িতে আবারও হামলা চালিয়েছে বেশ কয়েক জন সন্ত্রাসী,হামলায় গুরুতর আহত ২ । আহত ব্যক্তিরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইনসাফ স্টোরের স্বত্বাধীকারী আলী নেওয়াজ জানান মামলার জন্য প্রস্ততি চলছে । উল্লেখ্য গত কয়েকদিন আগে কালীঘাট ইনসাফ স্টোরের গোডাউনে চুরি সংগঠিত হয়, চুরি হওয়া মালামাল এখনো উদ্ধার করতে পারেনি কোতয়ালী থানা পুলিশ, এরই মধ্যে আবার গোডাউনে আসা মালামাল গাড়ি, ও গাড়ির ড্রাইভারের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান কালীঘাট মালিক সমিতি তথা কালীঘাটের সকল ব্যবসায়ীদের ব্যবসায়ীরা আমাদের প্রতিনিধির সাথে কথা বলে জানিয়েছেন সন্ত্রাসী চুরি আক্রমণ গোডাউন লুট এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা প্রতিষ্টান অচিরেই বন্ধ করতে বাধ্য হবো ।কালীঘাটের ব্যবসায়ী মালিক সমিতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন প্রশাসন সঠিক অনুসন্ধান চালালে চুরি সন্ত্রাসী ও লুট থেকে কিছুটা হলে ও রেহাই পাবে কালীঘাটের ব্যবসায়ীরা । প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন হটাৎ করে কয়েকজন লোক গাড়িটি থামিয়ে গাড়ির উপর হামলা গাড়ির গ্লাস ভাংচুর গাড়িতে থাকা লোকজন কে মারধর শুরু করে ভয়ে কেউ তাদের কে বাধা দিতে আসেননি পরে আশপাশ থেকে লোকজন জড়ো হওয়ার আগেই পালিয়ে যায় সন্ত্রাসীরা। খুজঁ নিয়ে জানা যায় সন্ত্রাসীরা নামধারী ছাত্রলীগ।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT