সিলেটে অতিথি পাখির মাংস মজুদ ও রান্না করে বিক্রির দায়ে ৫ রেস্তোঁরাকে জরিমানা

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

সিলেটে অতিথি পাখির মাংস মজুদ ও রান্না করে বিক্রির দায়ে ৫ রেস্তোঁরাকে জরিমানা

সিলেটে অতিথি পাখির মাংস মজুদ ও রান্না করে বিক্রির দায়ে ৫ রেস্তোঁরাকে জরিমানা করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে।

 

যেসব রেস্তোঁরাকে জরিমানা করা হয় সেগুলো হচ্ছে- আনন্দ রেস্টুরেন্ট, শাহপরান রেস্টুরেন্ট, শাহজালাল রেস্টুরেন্ট, নিউ গ্রাম বাংলা রেস্টুরেন্ট ও সোনার বাংলা রেস্টুরেন্ট। জৈন্তাপুরের হরিপুর বাজারের রেস্টুরেন্টগুলোতে দীর্ঘদিন ধরে অতিথি পাখির মাংস বিক্রির অভিযোগ রয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী বলেন, হরিপুর বাজার সংলগ্ন তারুহাঁটিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রেস্টুরেন্টে অতিথি পাখির মাংস রান্না ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় পাঁচটি রেস্তোরাঁ মালিককে ৯ হাজার ৫ শত টাকা করে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও আরও ১০টি রেস্টুরেন্ট থেকে বিভিন্ন প্রজাতির ১৫০ কেজি জবাই করা অতিথি পাখি জব্দ করা হয়েছে।

সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবনী জানান, জরিমানা আদায়ের পাশাপাশি বাজারের অন্যান্য রেস্টুরেন্ট মালিকদের এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অতিথি পাখি বিক্রি বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল