গণঅভ্যুত্থানে নিহতরা শহীদ, আহতরা যোদ্ধা স্বীকৃতি পাবেন

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

গণঅভ্যুত্থানে নিহতরা শহীদ, আহতরা যোদ্ধা স্বীকৃতি পাবেন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিষয়ে ‘জুলাই অধিদপ্তর’ নামে একটি পৃথক অধিদপ্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় অভ্যুত্থানে নিহতদের ‘শহীদ’ ও আহতদের ‘যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেবে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সোমবার ডিসি সম্মেলনের কার্য-অধিবেশনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের সনদ দেওয়ার ব্যবস্থাও থাকবে। শহীদদের পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং যোদ্ধারাক্যাটাগরিভিত্তিক তিন থেকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়াও যোদ্ধাদের মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। তিনি বলেন, ক্যাটাগরি-৩ এর যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। এর বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। পরবর্তীতে যে সরকারই দেশ পরিচালনার দায়িত্বে আসবে, তারাও অন্তর্বর্তী সরকারের এ ধারাবাহিকতা রক্ষা করে চলবে বলে আমরা বিশ্বাস করি।

ভূয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আমাদের সরকার ইতোমধ্যেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) পুনর্গঠন করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হবে। সেখান থেকে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হবে। ভূয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল