গত ১৫ বছর সাংবাদিকতা ছিল শেখ হাসিনার জন্য, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

গত ১৫ বছর সাংবাদিকতা ছিল শেখ হাসিনার জন্য, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সাংবাদিকতা হবে রাষ্ট্রের জন্য, নাগরিকের জন্য। রাষ্ট্রপতির জন্য নয় বা কোনো ব্যক্তির জন্য নয়।

কিন্তু গত ১৫ বছর সাংবাদিকতা ছিল শেখ হাসিনার জন্য। সেসময় সাংবাদিকতা এদেশে ব্যক্তির তোষামোদিতে সীমাবদ্ধ ছিল। নতুন বাংলাদেশে আমরা তা থেকে বেরিয়ে এসেছি।

সোমবার দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে ‘সাংবাদিকতা কার জন্য’ শীর্ষক আলোচনা সভায় মূল আলোচকের বক্তব্যে একথা বলেন।

এসময় তিনি জুলাই বিপ্লবে নিহত সিলেটের দৈনিক জালালাবাদের রিপোর্টার এটিএম তুরাবের কথা স্মরণ করেন এবং মাঠের সাংবাদিকতায় সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ক দিক আলোচনা করেন।

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজন করে।

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন- বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং আলোচক ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।

পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৌরভের সার্বিক তত্ত্বধানে আলোচনার আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ইউনিয়নের সদস্যরা। শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন ইউনিয়নের সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে কটি সংস্কার কমিশন গঠন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিডিয়া সংস্কার কমিশন। মিডিয়া সংস্কার কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে।

তিনি বলেন, শুধু ঢাকাতেই ৩৭০টি পত্রিকা প্রকাশিত হয়। এসব পত্রিকার অধিকাংশেরই ৫০টির বেশী কপি ছাপা হয় না। অথচ, তারা ডিএফপি থেকে বিজ্ঞাপনও পেয়ে থাকে। এ সব চিহ্নিত করা হচ্ছে। রাষ্ট্র ও সমাজের কল্যাণে সাংবাদিকতাকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর বলেন, সাংবাদিকতা হবে সাধারণ মানুষের কল্যাণে। সাংবাদিকদের অনুসন্ধানী ও কৌশলী হতে হবে। সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টিং ও পড়াশুনার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এছাড়া, আলোচনায় অংশ নেন-সিলেটের পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন আশুক, দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বৈষম্যবিরোধী শিক্ষক জোট, সিলেটের সমন্বয়ক অধ্যাপক ফরিদ আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন সাংবাদিকতা হলো তাদের জন্য যারা সাহসী এবং পরিশ্রমী। অলসদের জন্য সাংবাদিকতা নয়। তাই সাংবাদিকতা করতে হবে জেনে বুঝে করতে হবে । প্রতিনিয়ত তথ্যের যোগান তাদের ঝুলিতে থাকতে হবে। নিজের সীমা, পরিসীমা এবং পাঠক ও পরিস্থিতি বুঝে সাংবাদিকতা করতে হবে। তারা বিগত দিনে সাংবাদিক নির্যাতন, সীমাবদ্ধতা এবং সাংবাদিকদের স্বার্থবিরোধী বিষয়গুলো তুলে ধরে ভবিষ্যতে তার পুনরাবৃত্তি না করার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল