সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস করতে এসে আটক হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। আটক নুর মো. বায়েজীদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী। তিনি শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
মঙ্গলবার বেলা ২টা নাগাদ তাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে আটক করা হয়। আটক করে পুলিশে খবর দিয়ে সোপর্দ করা হয়।
শিক্ষার্থীরা জানায়, আটককৃত ছাত্রলীগ কর্মী বিগত জুলাই গণঅভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিল। তবে ১৫ জুলাই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। এতে করে ছাত্রলীগের তোপের মুখে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। আটক শিক্ষার্থী আমাদের আন্দোলনে প্রথম দিকে সক্রিয় থাকলেও পরবর্তীতে আমাদের মৃত্যুর মুখে রেখে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলনকে বিতর্কিত করে। এর প্রেক্ষিতে ছাত্রলীগ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ১৮ জুলাই আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়। এতে আহত হয় অনেকে।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে বিরোধীতা করায় তার নামে একাধিক মামলা রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছি। তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের টিম হাজির হয়ে একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সাথে কথা বলে যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা একজনকে আটক করেছে। পরবর্তীতে আমরা সেখানে সহকারী প্রক্টরদের পাঠাই। প্রক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে থাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কোন ধরনের অশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT