সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যার মাধ্যমে প্রমাণ করেছে ইসরাইলি একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র। পবিত্র রমজানে গাজা এমন নৃশংস হামলায় বিশ্বের কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। এটা সহ্য করবে না।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ঐতিহাসিক কোর্ট প্রাঙ্গণে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফখরুল বলেন, রমজান মাসে গাজায় বোমা হামলা চালিয়ে হাজার হাজার নারী ও শিশু হত্যা বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণের শামিল। আর বসে থাকার সুযোগ নেই। বিশ্বব্যাপী ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিতে হবে। গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।
মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সভাপতি শাহীন আহমেদ।
উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, ক্বারী আলাউদ্দিন, রফিকুল ইসলাম ও নাজির উদ্দিন প্রমুখ।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT