সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা প্রোগ্রামের অধীনে প্রতিদিন ১,০০০ ‘গোল্ড কার্ড’ ভিসা বিক্রি করা হচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য নাগরিকত্বের সরাসরি পথ খুলে দিচ্ছে। অ্যাপিএ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগের শর্তে এই বিশেষ ভিসা দেওয়া হচ্ছে।
সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত এই উদ্যোগটি আগের ইভি-৫ ইনভেস্টর ভিসা প্রোগ্রামের পরিবর্তে চালু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ‘অল-ইন পডকাস্ট’-এ বলেন, বিশ্বজুড়ে প্রায় ৩ দশমিক ৭ কোটি সম্ভাব্য ক্রেতা রয়েছেন, এবং প্রশাসন এক মিলিয়ন ভিসা বিক্রির লক্ষ্য নিয়েছে।
লুটনিক বলেন, বিশ্বে ৩৭ মিলিয়ন মানুষ রয়েছেন যারা এই কার্ড কিনতে সক্ষম… প্রেসিডেন্ট মনে করেন, আমরা এক মিলিয়ন বিক্রি করতে পারবো। তিনি আরও জানান, বিলিয়নিয়ার জন পলসন এই পরিকল্পনার অন্যতম রূপকার, আর প্রযুক্তি অবকাঠামো তৈরিতে ইলন মাস্ক যুক্ত রয়েছেন।
এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রের জন্য বিশাল রাজস্ব আনার সম্ভাবনা তৈরি করলেও নাগরিকত্বের বিনিময়ে অর্থ গ্রহণের নীতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, এটি ধনী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা তৈরি করছে, যখন অন্যদিকে প্রশাসন অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে।
এদিকে, এই ভিসা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প প্রশাসন এটিকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই বাস্তবায়ন করার পরিকল্পনা করছে। ট্রাম্প এটিকে তার বৃহত্তর অভিবাসন নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT