দোয়ারাবাজারে মোটরসাইকেল দু*র্ঘটনায় এক বৃদ্ধের মৃ*ত্যু হয়েছে

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

দোয়ারাবাজারে মোটরসাইকেল দু*র্ঘটনায় এক বৃদ্ধের মৃ*ত্যু হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ০৭নং লক্ষীপুর ইউনিয়নের চকবাজার টু পশ্চিম বাংলাবাজারে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ওভারটেক করে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ফতেহপুর গ্রামের তাজুদ আলীর স্ত্রী ভিকটিম জয়বুন্নেছা(৬০) কে ধাক্কা দিলে উক্ত মহিলা পায়ে ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন ও ভিকটিমের ছেলে-সাজিদ আলী সহ অন্যান্যরা ভিকটিমকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাহাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার জিরারগাঁও,গ্রামের মোটরসাইকেল চালক কামরুল হাসান(২২) এর মোটরসাইকেল সহ তাকে আটক করেছে থানা পুলিশ।

জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান মোটরসাইকেল দুর্ঘটনায় উন্নত চিকিৎসার জন্য সিলেট যাওয়ার পথে মৃত্যু বরণ করার সত্যতা নিশ্চিত করেছেন। এবং তার গাড়ী থানায় জব্দ করে তাকে আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল