সিলেট ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫
মোঃ বাবুল হোসেন,আশুলিয়া স্টাফ রিপোটার
আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার একটি বাড়ির ছাদ থেকে পড়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম আকাশ (২৬), তিনি ঢাকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার বাসিন্দা আব্দুল রশিদের ছেলে।
বুধবার (৯ এপ্রিল ২০২৫) ইং তারিখ রাতে স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ নিজ বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান এবং তার লাশ আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে রয়েছে।
স্থানীয়দের মতে, এই ছাদটি মাদকের আড্ডা হিসেবে ব্যবহৃত হতো, এবং ধারণা করা হচ্ছে, কেউ বা কারা আকাশকে ছাঁদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। তবে এই ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে, আশুলিয়া থানার পুলিশ জানায়, তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং এটি একটি রহস্যজনক মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকাবাসী ও পরিবারটি শোকাহত। নিহত যুবকের পরিবার বিষয়টি নিয়ে পুলিশের কাছে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দ্রুত সঠিক তথ্য জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন।
এই ঘটনায় আশুলিয়া এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা পুলিশের দ্রুত তদন্ত এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT