‘ক্রিম আপা’ গ্রেফতার শারমিন শিলা ওরফে ক্রিম আপা

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

‘ক্রিম আপা’ গ্রেফতার  শারমিন শিলা ওরফে ক্রিম আপা

মোঃ বাবুল হোসেনআ, স্টাফ রিপোটার শুলিয়া

সাভারে: নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণের অভিযোগে ভাইরাল শারমিন শিলা (ওরফে)
( ক্রিম আপাকে)
গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় বিউটিশিয়ান হিসাবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছিলেন শারমিন সুলতানা।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে
(ক্রিম আপা) নামে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তিনি মেকআপের কাজসহ বিভিন্ন ধরনের কসমেটিক তৈরি করে বিক্রি করেন।

তিনি নিজের শিশু ছেলে ও মেয়েকে নিয়ে ফেসবুক অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট করতেন । সম্প্রতি গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল চারটার দিকে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যা রীতিমতো ভাইরাল হয়।

সেই ভাইরাল ভিডিওতে শারমিন শিলা তার ছোট্ট মেয়ের মুখে চাপ দিয়ে জোর করে হাঁ করিয়ে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশুসন্তানের আচরণ অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা ইনকাম করার জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ ওঠে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের হলে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার ‘একাই এক শ’ নামে শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমানসহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল