সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫
আজ ৩০ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) সিলেট মহানগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: জমির উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডি-র সভাপতি জনাব দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), সিলেট এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা লুৎফর রহমান হুমায়দী, অধ্যক্ষ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা, সিলেট।
এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডি-র সম্মানিত সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে সিরাতুন্নবী (স) মাহফিল শুরু হয়। সিনিয়র শিক্ষক মো: আবুল কালামের সঞ্চালনায় প্রধান বক্তা মহানবী (স) ও আল কোরআনের মর্মবাণী সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি শিক্ষার্থীদের বিশ্বনবীর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করতে উদ্বুদ্ধ করেন। প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহানবীর আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জহুরা বেগম, সিনিয়র প্রভাষক মহররম আলী, প্রাক্তন শিক্ষক রেহেনা বেগম ও সহকারী শিক্ষক মো আব্দুল করিম শেখ এবং অভিভাবক সদস্য মো: সিরাজ উদ্দিন ।
এছাড়া মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত ক্বিরাত, ইসলামী সঙ্গীত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান বক্তা, প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং উপস্থিত অতিথিবৃন্দ। সবশেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
নির্মাণে: অসীম সিনহা
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT