ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় সিরাজগঞ্জে শাহিন কে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যা, সংবাদ সম্মেলনে অভিযোগ পরিবারের

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় সিরাজগঞ্জে শাহিন কে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যা, সংবাদ সম্মেলনে অভিযোগ পরিবারের

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহিন শেখকে কলা কেটে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শাহিন শেখের পরিবার।

আজ সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এঅভিযোগ করেন নিহত শাহিন শেখের বাবা বাবু শেখ।

বাবু শেখ বলেন, আমার ছেলে কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলো না। গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দেয় শাহিন শেখ। দুপুরের দিকে আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। এসময় ধাওয়া খেয়ে শাহিন আতœরক্ষায় শহরের মুজিব সড়কের সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে আশ্রয় নিলে তাকে গলা কেটে হত্যার পর মরদেহ আগুনের পুড়িয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বাবু শেখ আরো বলেন, আমার ছেলে শাহিন শেখ কোন রাজনৈতিক দলের সদস্য বা কর্মী ছিলো না। সে একজন সাধারন ছাত্র। ছাত্র হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে শহীদ হয়েছে। ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার কারনে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এবং হত্যাকারিদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি। সরকারের কাছে আমি ন্যায় বিচার দাবী করছি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল