এবার আজহারীর মাহফিল নবাবগঞ্জে, চলছে প্রস্তুতি

প্রকাশিত: ৬:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

এবার আজহারীর মাহফিল নবাবগঞ্জে, চলছে প্রস্তুতি

পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের আট বিভাগে মাহফিলের সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। এরই ধারাবাহিকতায় আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জে হচ্ছে তার মাহফিল।

উপজেলার বারুয়াখালীতে ঢাকা বিভাগীয় এ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল ঘিরে এরই মধ্যে নবাবগঞ্জ, দোহার, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ আশপাশের জেলা-উপজেলাজুড়ে বইছে আনন্দ আর উল্লাস।

মাহফিল আয়োজক কমিটি জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে প্রধান বক্তা হিসেবে মিজানুর রহমান আজহারীর বয়ান বাদ জোহর শুরু হবে। তবে সকাল ১০টা থেকে বয়ান চলবে।

আয়োজক কমিটির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে মাহফিলে ১৫ লাখ মানুষের সমাগম হতে পারে। সপ্তাহখানেক আগ থেকেই মঞ্চ ও প্যান্ডেল বানানোর কাজ শুরু করেছেন শ্রমিকরা। তাদের কাজে সহায়তা করছেন স্থানীয় দিনমজুর, কৃষকসহ সর্বস্তরের মানুষ।

তিনি বলেন, শ্রোতাদের জন্য মোট সাতটি মাঠ প্রস্তুত করা হচ্ছে। নারীদেরও আলাদা মাঠ রয়েছে। একই সঙ্গে থাকবে এলইডি স্ক্রিন। গাড়ি পার্কিংয়ের জন্য আরও ১২টি মাঠ রাখা হয়েছে। এছাড়া অস্থায়ী অজুখানা ও টয়লেট নির্মাণের কাজ চলছে। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর উদ্যোগ নেয়া হয়েছে। থাকবে অ্যাম্বুলেন্স সেবা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) মো. আশরাফুল আলম বলেন, কয়েক লাখ লোক সমাগমের কথা মাথায় রেখে এরই মধ্যে আয়োজক কমিটির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক দফায় বৈঠকে বসেছেন । জনভোগান্তি এড়াতে ও মাহফিলে আগতদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আয়োজক কমিটির চাহিদা অনুযায়ী সার্বক্ষণিক কাজ করবেন দুই শতাধিক পুলিশ সদস্য।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল