ঢাবির অধিভুক্তি থেকে বাদ পড়ছে সাত কলেজ

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

ঢাবির অধিভুক্তি থেকে বাদ পড়ছে সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে আর নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে বর্তমানে যেসব শিক্ষার্থী অধ্যয়নরত আছেন, তারা ঢাবির অধীনেই তাদের শিক্ষাজীবন শেষ করবেন।

 

 

সোমবার (২৭ জানুয়ারি) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাত কলেজের পৃথকীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে সেগুলো হলো:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের অধিভুক্তির বিষয়টি সম্মানজনকভাবে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজে নতুন কোনো শিক্ষার্থী ঢাবির অধীনে ভর্তি হবে না।

৩. শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে।

৪. নতুন শিক্ষাবর্ষ থেকে আসন সংখ্যা, ভর্তি ফি এবং অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি।

৫. বর্তমানে ঢাবির অধিভুক্ত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব পালন করবে, যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

এই সিদ্ধান্তের ফলে ঢাবির অধিভুক্ত সাত কলেজ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় চলতে প্রস্তুতি নেবে। তবে শিক্ষার্থীদের দাবি ও স্বার্থ যেন সুরক্ষিত থাকে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল