ভারতের উপরে বাংলাদেশ

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

ভারতের উপরে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠের পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার ধারেকাছে নেই বাংলাদেশ। যদিও একদিন থেকে অজিদের পরেই অবস্থান করছে লাল সবুজের দল।

সেরা আট দলের টুর্নামেন্টে আগেও খেলেছেন, এবারও স্কোয়াডে আছেন এমন ক্রিকেটারের সংখ্যায় অস্ট্রেলিয়ার পরই আছে বাংলাদেশ। তাদের পেছনে আছে ভারত।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন, এবারও খেলবেন অস্ট্রেলিয়া দলে এমন ক্রিকেটারর সংখ্যা ৭ জন। তারা হলেন স্মিভ স্মিথ, ট্রভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স ও স্টার্ক। অস্ট্রেলিয়ার স্কোয়াডের মতো এই টুর্নামেন্টের বেশি অভিজ্ঞ ক্রিকেটার নেই আর কোনো দলে।

আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন, এবারও খেলবেন বাংলাদেশ দলে এমন ক্রিকেটারের সংখ্যা ৬ জন। এরা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান।

সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। এশিয়ান জায়ান্টদের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও আছেন তারা

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল