সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
পাকিস্তানে রাজনৈতিক সংকটের সমাধানে সরকারের সঙ্গে গত বছরের ডিসেম্বর থেকে সংলাপ শুরু করে দেশটির বৃহত্তম বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ-পিটিআই। দুই পক্ষে তিন দফা বৈঠকের পর সরকারের কাছে লিখিত দাবি তুলে দিয়েছে দলটি।
কিন্তু ১৭ জানুয়ারি দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির অভিযোগে কারাদণ্ডে দণ্ডিতের পর দুই পক্ষের আলোচনা কার্যত ভেঙে পড়েছে। পিটিআই আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। অন্যদিকে আলোচনার দরজা খোলা থাকার কথা বললেও কার্যত বন্ধ হয়ে যাওয়া সংলাপ চালু করায় কোনো সাড়া নেই সরকারের।
গত শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের কাছে পিটিআইয়ের পার্লামেন্ট দলীয় নেতা ওমর আইয়ুব খান বলেন, আলোচনার অধ্যায় এখন বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, রাজনীতির দর কষাকষিতে নিছক ইচ্ছা প্রদর্শনের তুলনায় দৃঢ় সংকল্পের প্রয়োজন। কিন্তু সরকার তা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে।
সংলাপের জন্য পিটিআইয়ের সদিচ্ছা থাকলেও অপরপক্ষ থেকে একই রকম আকাঙ্ক্ষার কোনো প্রমাণ পাওয়া যায়নি মন্তব্য করেন তিনি।
অন্যদিকে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিকের এক মুখপাত্র জানান, পরবর্তী ধাপের আলোচনার জন্য পিটিআইকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। তবে পার্লামেন্টের সদস্যের জন্য তার দরজা খোলা থাকবে।
তিনি আরো জানান, সংলাপের বিষয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণ তখনই বর্ধিত করা হয়, যখন সরকার বা বিরোধী দুই পক্ষের কেউ অনুরোধ করে। স্পিকারের দায়িত্ব এখানে শুধু সংলাপকে সমন্বয় করা।
ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)- পিএমএলএনের পার্লামেন্ট দলীয় নেতা ইরফান সিদ্দিকী বলেন, পিটিআইয়ের সঙ্গে আলোচনার জন্য সরকারি প্রতিনিধি দল কার্যত অচল ও অকার্যকর হয়ে পড়েছে। আলোচনা থেকে একতরফাভাবে পিটিআইয়ের নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি অভিযোগ করেন, পিটিআই আবার তার সহিংস বিক্ষোভের রূপে ফিরে গেছে। তারা যদি আলোচনা চায় তবে সরকার তা বিবেচনা করতে পারে।
গত বছরের ২৩ ডিসেম্বর সরকারের সঙ্গে পিটিআইয়ের প্রথম আলোচনা শুরু হয়। এরপর ২ জানুয়ারি ও ১৬ জানুয়ারি আরও দুই দফা বৈঠক হয়। তৃতীয় বৈঠকে পিটিআই তাদের লিখিত দাবি সরকারি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT