সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। টেনশনমুক্ত আর কোনো বিড়ম্বনা ছাড়াই কাজ করবে সাবলীল। ট্রান্সলেশন সুবিধা আরও উন্নত হওয়ায় বদলে দেবে আপনার জীবনের গতিপথ। এবার চ্যাট করলেই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হবে মেসেজ। অদ্ভুদ, তাই নয় কি।
হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে, ব্যবহারকারীর গোপনীয়তা ও সুরক্ষা বজায় রেখে বিভিন্ন ভাষায় যোগাযোগ সহজ করে তুলবে। স্বয়ংক্রিয় ভাষা শনাক্তকরণ সিস্টেমে চ্যাট অনুবাদ করার আগে ব্যবহারকারীদের কথোপকথনের ভাষা ম্যানুয়ালি নির্দিষ্ট করে চিহ্নিত করার প্রয়োজন হবে না। নতুন সিস্টেমটি সম্পূর্ণরূপে ব্যবহারকারীর ডিভাইসে ডাউনলোড করা যাবে— এমন ল্যাঙ্গুয়েজ প্যাকের মাধ্যমে কাজ করবে।
এই ফিচারের একটি প্রধান সুবিধা হলো— গ্রুপ চ্যাটে যোগাযোগ উন্নত করা যাবে। সাধারণত গ্ৰুপ চ্যাটে প্রায়ই একাধিক ভাষা ব্যবহার করা হয়। অনুবাদের জন্য একটি নির্দিষ্ট ভাষা নির্বাচন করার বদলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি বার্তার ভাষা শনাক্ত করবে এবং সেই অনুযায়ী অনুবাদ করবে। এর ফলে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ও ভালো অভিজ্ঞতা পাবেন।
আর ল্যাঙ্গুয়েজ প্যাকগুলোর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর কাছে। স্টোরেজ সেটিংসের মাধ্যমে সেগুলো মুছে ফেলতে পারবেন অথবা পুনরায় ডাউনলোড করার অপশন পাবেন।
ব্যবহারকারীদের চ্যাট অনুবাদের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপ নিশ্চিত করবে যে কোনো ডেটা বহিরাগত সার্ভারে যেন না যায়। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় রাখবে হোয়াটসঅ্যাপ।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT