বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, মোজাম্মেল হকের নামে থাকা ২১ দশমিক ৪৫ একর জমি যার বাজারমূল্য দেখানো হয়েছে, ২ কোটি ১৯ লাখ ৩২ হাজার টাকা, তাঁর স্ত্রী ফারজানা মোজাম্মেলের নামে থাকা ২ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ১২টি দলিলের জমি এবং সন্তান গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা ৭৯ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১০টি দলিলের জমি জব্দ করা হয়েছে।