সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইইউ) আজ এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের স্বপ্ন পূরণের পথে এসআইইউ সবসময় সহযাত্রী থাকবে।
উপাচার্য প্রফেসর ড. আশরাফুল আলম আরও বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে এসআইইউ। নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তিনি তাদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার পরামর্শ দেন এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। এছাড়াও, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণ নবীন শিক্ষার্থীদের জন্য নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়মিতভাবে শিক্ষার্থীদের জন্য নানা ধরনের শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করে, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এ নবীনবরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
[পারভেজ হুসেন তালুকদার, লেখক ও কবি, শিক্ষার্থী, সিএসই-এস.আই.ইউ]
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT