সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের রেকর্ড মোটেই ভালো নয়। সাম্প্রতিক সময়ে তাদের ওয়ানডে রেকর্ডও সমানভাবে বাজে। টাইগাররা এখন এ জায়গাটা ঠিক করতে কাজ করবে। নতুন এই চ্যালেঞ্জে ক্রান্তিকালের মধ্য দিয়ে যাওয়া দলকে আশার আলো দেখাচ্ছেন এক ঝাঁক তরুণ পেসার।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে সাবলীল ও ভালো খেলে। টাইগারদের পারফরম্যান্স একটা সময় এতটাই দুর্দান্ত ছিল যে, তাদের ওয়ানডের অন্যতম পরাশক্তি হিসেবেই দেখত সবাই। তবে সেই সোনালি সময় এখন অতীত। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের সেই হারানো গৌরব পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। গত পাঁচ বছর ধরে তাদের পারফরম্যান্স ক্রমাগত অবনতির দিকে। আর ২০২৪ সালে ছিল সবচেয়ে বাজে। ৯ ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছে তারা মাত্র তিনটিতে। টাইগাররা এখন ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। তামিম ইকবাল ও সাকিব আল হাসান বিদায় নিয়েছেন দল থেকে।
দল এখন পুরোপুরি নির্ভরশীল বাঁ-হাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত, সিনিয়র ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের ওপর। কিন্তু শান্ত এখন অফফর্মে ভুগছেন। রানের ধারায় ফেরাই এখন তার কাছে অগ্রাধিকারের বিষয়। দলের ব্যাটিং লাইনআপের বাকিদের প্রেরণার উৎস হিসেবে কাজ করতে নিজের ব্যাটিংয়ের ওপরই নজর দিতে হবে অধিনায়ককে। বিশেষ করে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের মতো টপ অর্ডার ব্যাটারদের অনুপ্রাণিত করতে এর কোনো বিকল্পও নেই তার সামনে।
মিডল অর্ডারে ব্যাটিং লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের দুজনের পরিপূরক হিসেবে থাকছেন তাওহীদ হৃদয় ও জাকের অনিক।
দলের লাইন আপে সবচেয়ে প্রতিশ্রুতিশীল অংশ হচ্ছে পেস বোলিং বিভাগ। তাসকিনের নেতৃত্বে গতির ঝড় তুলতে রয়েছেন অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমানও। তেজোদীপ্ত তানজিম হাসান সাকিবের সঙ্গে তরুণ পেসার নাহিদ রানা থাকা দলের জন্য বেশ রোমাঞ্চকর। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই পেস আক্রমণভাগই বাংলাদেশই ভালো কিছুর আশা দেখাচ্ছে।
দুই তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবের দিকে এই টুর্নামেন্টে সবার চোখ। ভালো করার সম্ভাবনা রয়েছে তানজিদ হাসান ও জাকের আলীর মতো ব্যাটারদের।
বাংলাদেশের স্পিন বোলিং ঠিক আগের মতো নেই। আর তাদের ফিল্ডিং ট্রেন্ড তো ভালো-মন্দ মিলিয়েই। খারাপ করার নজিরই বেশি।
সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
গুরুত্বপূর্ণ পরিসংখ্যান
ওয়ানডেতে ২০২২ সালে বাংলাদেশ তাদের দুই-তৃতীয়াংশ ম্যাচে জয় পেয়েছে। ১৫ ম্যাচ খেলে জিতেছে ১০টিতে। কিন্তু ২০২৪ সালে জয়ের এই হারটা কমে এসেছে এক-তৃতীয়াংশে। ৯ ম্যাচে জয় এসেছে মাত্র তিনটি। এই পরিসংখ্যান দুশ্চিন্তার।
সাম্প্রতিক ওয়ানডে ফর্ম
একদিনের ক্রিকেটে সবশেষ দুই দ্বিপাক্ষিক সিরিজে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০তে সিরিজ হেরেছে টাইগাররা। আর শারজার মাঠে আফগানিস্তানের কাছে সিরিজ খুইয়েছে ২-১ ব্যবধানে।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT