সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। টুর্নামেন্টের আগে থেকেই তাকে নিয়ে ‘হাইপ’ ছিল। দলের ছন্নছাড়া পারফরম্যান্সে তাকে সে হাইপ কিছুটা কমেছে বৈকি! কিন্তু বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র ঠিকই পাকা জহুরির মতো রত্ন চিনেছেন।
তাই তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিশেষ করে নাহিদ রানার কথা বলেছেন এই কিউই ব্যাটার। তার উন্নতির গ্রাফ দেখে মুগ্ধ রবীন্দ্র বলেছেন, ‘বাংলাদেশের বোলিং দারুণ। ফিজ (মুস্তাফিজুর রহমান) এবং তাসকিন (আহমেদ) অনেক ক্রিকেট খেলেছে। এখন (নাহিদ) রানা এসেছে। সে দারুণ প্রতিভাবান একজন বোলার। অনেক দ্রুত বল করে। প্রথমবার খেললাম আজকে। তরুণ বোলার। খুবই এক্সাইটিং তাকে উন্নতি করতে দেখাটা। আশা করি সামনেও তার বিপক্ষে খেলা হবে।’
বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ২ উইকেট খোয়ানোর পরও যে হেসেখেলে ২৩৭ রানের লক্ষ্য ছুঁয়েছে কিউইরা, এর পেছনে দুটি জুটির অবদান অনেক। তৃতীয় উইকেটে ডেভন কনওয়ে এবং চতুর্থ উইকেটে টম ল্যাথামের সঙ্গে রবীন্দ্রর দুই জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।
এর মধ্যে চতুর্থ উইকেটে ল্যাথামের সঙ্গে ১২৯ রানের জুটি প্রসঙ্গে রবীন্দ্র বলেন, ‘ট্রিকি উইকেট ছিল কিছুটা। বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। আমাদের বেশ চাপে রেখেছে অনেক সময়। টম (ল্যাথাম) ব্যাট করার জন্য দারুণ একজন ব্যাটার। দারুণ অভিজ্ঞ সে। আগে সে দলের অধিনায়কত্বও করেছে। অনেক ক্রিকেট খেলেছে। ফলে জুটি গড়ে ম্যাচ এগিয়ে নিয়েছি। ২৪০ রান চেইজ করার ক্ষেত্রে ভালো ব্যাপার হচ্ছে বেশি তাড়াহুড়া করতে হয় না। ভালো ক্রিকেট শট খেলেই এগিয়ে নিয়ে যাওয়া যায়।’
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল নাজমুল হোসেন শান্তর দল। আগামী ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT