সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫
চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে আসন্ন সিরিজে দলের প্রথম পছন্দের বেশ কয়েকজন ক্রিকেটারকে পাচ্ছে না ব্ল্যাক ক্যাপসরা।
আগামী ১৪ মার্চ পর্দা উঠবে আইপিএলের ১৮তম আসরের। কোটি টাকার টুর্নামেন্টে খেলবেন মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। ইতোমধ্যে আইপিএলে অংশগ্রহণের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অনুমতি পেয়েছেন তারা।
আইপিএল না খেললেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে আরেক অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড। আসন্ন সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কিউইদের সাবেক অধিনায়ক।
স্যান্টনারের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। এছাড়া দলে ডাকা হয়েছে ফিন অ্যালেন, টিম সেইফার্ট ও জিমি নিশামকে। চোট কাটিয়ে দলে ফিরেছেন বেন সিয়ার্স।
ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রেখে চার ক্রিকেটারকে পুরো সিরিজের জন্য বিবেচনা করা হয়নি। প্রথম তিন ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে উইল ও রার্ক ও কাইল জেমিসনকে। জ্যাকরি ফোকসকে নেওয়া হয়েছে শেষ দুই ম্যাচের জন্য। অন্যদিকে ফিটনেস টেস্টে পাস করলে শেষ দুই টি-টোয়েন্টির স্কোয়াডে থাকবেন ম্যাট হেনরি।
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ড্যারেল মিচেল, জিমি নিশাম, ইশ শোধি, টিম সেইফার্ট, টিম রবিনসন, বেন সিয়ার্স, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), উইল ও রার্ক (প্রথম তিন ম্যাচ), ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), জ্যাকরি ফোকস (শেষ দুই ম্যাচ)।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT