সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
দেশ-বিদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির আসগারের মধ্য দিয়ে মঙ্গলবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।
আগামীকাল দুপুর সাড়ে ১২টার আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে।
এ পর্বেও আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।
ইমান, কালিমা, এলেম ও জিকির, ইকরামুল মুসলেমিন, তাসহিহে নিয়ত, দাওয়াত ও তাবলিগ- এই ৬ উসুলের (মৌলিক বিষয়ে) ওপর বাদ ফজর পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া।
ইজতেমার দ্বিতীয় পর্বেও ময়দানে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
দ্বিতীয় দিনেও ইজতেমাস্থলে মুসল্লিদের আগমন ঢল অব্যাহত রয়েছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের আগমন চলতে থাকবে।
ময়দানে যারা বয়ান করছেন: বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোধরা। বাদ আছর করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। সকাল ৯টা ৪৫ মিনিটে তালিমের মোজাক্কারা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল, ওলামা-মাশায়েখদের উদ্দেশে মূল মঞ্চের সামনে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, তুলাবাদের (মাদ্রাসা ছাত্রদের) উদ্দেশে নামাজের মিম্বর থেকে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ফরিদ।
প্রসঙ্গত, বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT