টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদী থেকে শাহপরী কোস্টগার্ড ও র‍্যাবের অভিযানে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‍্যাব, সিপিসি-১ সদস্যরা শাহপরী দ্বীপের দক্ষিণ পূর্বে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত দিলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে নাফ নদীর মোহনা থেকে আটক করতে সক্ষম হয়।

আটক বোটটিতে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় ২ লাখ ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করে। আটককৃতরা হলেন- ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল