টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকার জন্য জিততেই হবে, এমন সমীকরণকে সামনে রেখে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে জিতেছেন কিউইদের অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

দুই পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব। তাদের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানাকে।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, টম লাথাম, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিসপ, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, উইল ও রার্ক, কাইল জেমিসন।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল