৬০ কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন

প্রকাশিত: ৬:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

৬০ কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন

বিভিন্ন দেশকে উন্নয়নের জন্য যে আর্থিক সাহায্য দিত যুক্তরা‌ষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইড, তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

সহায়তা বন্ধের পর এবার ট্রাম্প প্রশাসনের নিশানায় ইউএসএইডের প্রায় ৬০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। গতকাল এ সংক্রান্ত একটি নির্দেশনা ইউএসএআইডির কর্মীদের পাঠানো হয়েছে। যেখানে ট্রাম্পের অঙ্গীকারের বিষয়ে বলা হয়েছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ট্রাম্প প্রশাসন শনিবার ইউএসএআইডির কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমেরিকা ফাস্ট পলিসি অনুযায়ী বিশ্বব্যাপী সহযোগিতা কার্যক্রম কীভাবে পরিবর্তন করা যায় তার জন্য সহযোগিতা চাওয়া হয়েছে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তাদের তার বিরুদ্ধে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে ইউএসএআইডির ভারপ্রাপ্ত প্রশাসক জেসন গ্রে বলেন, ট্রাম্পের প্রশাসনের ওই নির্দেশনা পাওয়ার পরই একাধিক কর্মকর্তাকে পুরো বেতনসহ ছুটিতে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল