সিলেট জোনের সমাপ্তি, কুমিল্লায় শুরু

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

সিলেট জোনের সমাপ্তি, কুমিল্লায় শুরু

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব ১৫ ফুটবল লিগ। ইতোমধ্যে সিলেট জোনের খেলা শেষ হয়েছে। অন্যদিকে পর্দা উঠেছে কুমিল্লা জোনের।

সিলেট জোন দিয়ে শুরু হয় ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লিগ। ১ ফেব্রুয়ারি সিলেট জোনের পর্দা নামে। ফাইনালে সুনামগঞ্জ জেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে মৌলভীবাজার জেলা ফুটবল দল। আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুনামগঞ্জ জেলা ফুটবল দলের জায়েদ খান। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মৌলভীবাজার জেলা ফুটবল দলের সমীর আহমেদ। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জেতেন চ্যাম্পিয়ন দলের নুহান আহমেদ।

৩ ফেব্রুয়ারি (সোমবার) টুর্নামেন্টের কুমিল্লা জোনের খেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। প্রথম দিন দুটি খেলা মাঠে গড়ায়। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে চাঁদপুর জেলা দলকে ২-১ গোলে হারায় কুমিল্লা জেলা দল। কুমিল্লা জেলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুল আলম তুহিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল